Notice
শব-ই-বরাত উপলক্ষ্যে ছুটির নোটিশ রিক্রিয়েশন ফি সম্পর্কিত বিজ্ঞপ্তি ছাত্র/ছাত্রীদের অনলাইনে বেতন পরিশোধ সংক্রান্ত বিজ্ঞপ্তি শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষ্যে ছুটির নোটিশ ক্লাসে ৭৫% হাজিরা সংক্রান্ত বিজ্ঞপ্তি BSc in Laboratory (2nd & 3rd Year) Test Examination Notice; December-2024 সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে ছুটির বিজ্ঞপ্তি পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষ্যে ছুটির বিজ্ঞপ্তি BSc in Health Technology Test Examination Routine September/2024 ব্যবহারিক খাতা ও অ্যাসাইনমেন্ট প্রস্তুতি বিষয়ক বিজ্ঞপ্তি রেজিষ্ট্রেশন সংক্রান্ত নোটিশ ক্লাস পরিসমাপ্তি ও মূল্যায়ন পরীক্ষা, সেপ্টেম্বর/২০২৪ পবিত্র আশুরা উপলক্ষ্যে ছুটির নোটিশ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ছুটির নোটিশ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে ছুটির নোটিশ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত নোটিশ BSc in Laboratory Form Fillup Notice 2024 ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে নোটিশ

Apr 25, 2024

Rules & Regulations

বিধি ও প্রবিধান

কলেজে সুশৃঙ্খল পরিবেশ ও সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সকল ছাত্র-ছাত্রীকে নিম্নবর্ণিত নিয়ম ও শৃঙ্খলা অনুসরণ করতে হয়ঃ

  1. প্রতিটি ছাত্র-ছাত্রীকে কলেজ নির্ধারিত পরিষ্কার-পরিচ্ছন্ন পোষাকে কলেজে আসতে হবে।
  2. নখ ছোট ও পরিষ্কার রাখতে হবে।
  3. চুল পরিপাটি করে আচঁড়িয়ে আসতে হবে। ছেলেদের চুল ছোট করে কাটতে হবে ।
  4. ছেঁড়া কাগজ, ফলের খোসা, উচ্ছিষ্ট ইত্যাদি শ্রেণিকক্ষে, করিডোরে কিংবা কলেজ আঙ্গিনায় না ফেলে নির্দিষ্ট জায়গায় অথবা ডাস্টবিনে ফেলতে হবে।
  5. ছোঁয়াচে রোগে আক্রান্ত ছাত্র-ছাত্রীদের রোগ নিরাময় না হওয়া পর্যন্ত কলেজে আসা নিষেধ। এই ক্ষেত্রে শ্রেণিশিক্ষকের মাধ্যমে অনুপস্থিতির জন্য অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে।
  6. উপযুক্ত কারণ ব্যতীত কলেজে অনুপস্থিত থাকা বাঞ্জনীয় নয়। অনুপস্থিতির কারণ দেখিয়ে অভিভাবকের দরখাস্ত শ্রেণিশিক্ষক/শিক্ষিকার কাছে জমা না দিলে পরবর্তীতে ক্লাস করার অনুমতি দেয়া হবে না।
  7. কলেজ নির্ধারিত পোষাক ছাড়া কোন ছাত্র-ছাত্রীকে ক্লাস করতে দেয়া হয় না। কোন যথার্থ কারণে নির্ধারিত পোষাকে আসা সম্ভব না হলে ছাত্র-ছাত্রীকে অবশ্যই অভিভাবকের নিকট থেকে কারণ দেখিয়ে পত্র আনতে হবে, অন্যথায় ক্লাস করতে দেয়া হবে না।
  8. ছাত্র-ছাত্রীদের নিকট কলেজের ঠিকানায় কোন চিঠিপত্র না আসাই নিয়ম। যদি আসে চিঠি খুলে দেখা হয় এবং প্রয়োজনে অভিভাবককে জানানো হয়।
  9. প্রত্যেক ছাত্র-ছাত্রীকে কলেজের লোগোযুক্ত নির্ধারিত কলেজ ডায়েরি প্রতিদিন কলেজে নিয়ে আসবে এবং প্রতিদিনের প্রতি পিরিয়ডের প্রদত্ত নির্দেশ, শ্রেণির কাজ বা বাড়ির কাজ ডায়েরিতে লিপিবদ্ধ করবে।
  10. কোন ছাত্র-ছাত্রী কোন অবস্থায় কলেজে হেডফোন, এমপিথ্রি প্লেয়ার, সিডি, আইপ্যাড, ক্যামেরা ইত্যাদি কলেজে আনতে পারবে না।
  11. কোন অনুষ্ঠান কিংবা বিশেষ প্রয়োজনে অবশ্যই শ্রেণিশিক্ষকের অনুমতি সাপেক্ষে উপরোক্ত দ্রব্যাদি সাথে নিয়ে আসতে পারবে।