Feb 27, 2020

Dr. Md. Sharif Hossain Khan

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “সবার জন্য স্বাস্থ্য” লক্ষ্যকে বাস্তবায়নের জন্য দক্ষ চিকিৎসকের পাশাপাশি দরকার দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হেলথ্ টেকনোলজিষ্ট ও রেডিওলজিষ্ট। বর্তমানে আমাদের দেশের বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সদাশয় সরকার সরকারীভাবে টেকনালজিষ্ট তৈরির পাশাপাশি বেসকারীভাবেও দক্ষ ও আধুনিক মানসম্পন্ন হেলথ টেকনোলজিষ্ট ও রেডিওলজিষ্ট তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। এরই প্রেক্ষাপটে আমাদের এই প্রকল্প “ট্রমা কলেজ অব হেলথ সাইন্স” আমাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং এই মহতী উদ্যোগ বাংলাদেশের হেলথ টেকনোলজিষ্ট সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখা সহ স্বাস্থ্য সেবা সকলের দোড়গোড়ায় পৌঁছে দিতে লক্ষণীয় অবদান রাখতে সক্ষম হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

ডাঃ মোঃ শরীফ হোসেন খান
অধ্যক্ষ

ট্রমা কলেজ অব হেলথ্ সাইন্স