Apr 25, 2024
Rules & Regulations
আবশ্যকীয় নীতিমালা
এতদ্বারা ট্রমা কলেজ অব হেলথ্ সাইন্স এ অধ্যয়নরত সকল বর্ষের সকল কোর্সের ছাত্র/ছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে, সম্প্রতি সময়ে কতিপয় ছাত্র/ছাত্রী কলেজের বিদ্যমান নীতিমালা মেনে চলছে না / উপেক্ষা করছে। এমতাবস্থায় নিম্নলিখিত বিধিমালা সকল ছাত্র/ছাত্রীদেরকে মেনে চলার জন্য নির্দেশ প্রদান করা হলো:—
১. সকল ছাত্র/ছাত্রীদেরকে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে।
২. অসুস্থতাজনিত কিংবা জরুরী প্রয়োজনে অনুপস্থিত থাকলে অবশ্যই যুক্তিযুক্ত ও চিকিৎসাপত্র সহ অধ্যক্ষ বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।
৩. কোন কারণ ব্যাতীত বিনা অনুমতিতে অনুপস্থিতির জন্য প্রত্যেক ছাত্র/ছাত্রীকে প্রতিদিনের অনুপস্থিতির জন্য ২০ টাকা হারে জরিমানা পরিশোধ করতে হবে।
৪. ক্লাসে উপস্থিতির হার ৬০% এর কম হলে চুড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
৫. প্রতিমাসের নির্দিষ্ট টিউশন ফি, উন্নয়ন ফি ও অন্যান্য ফি ঐ মাসেই পরিশোধ করতে হবে।
৬. যে কোন ফি পরিশোধ করতে বিলম্ব হলে বা হওয়ার সম্ভাবনা থাকলে বা পরিশোধ করতে ব্যর্থ হলে, বকেয়া পরিশোধের সম্ভাব্য তারিখ উল্লেখ পূর্বক ঐ মাসের মধ্যেই জরিমানা মওকুফের আবেদন করতে হবে।
৭. বকেয়া পরিশোধের বিলম্ব মাশুল মওকুফের আবেদন জমা দিতে ব্যর্থ হলে প্রতি মাসের জন্য ১০০ টাকা জরিমানা দিতে বাধ্য থাকবে এবং পরবতীর্তে কোন অবস্থাতেই ঐ জরিমানা মওকুফ করা হবেনা।
৮. ঢাকা বিশ^বিদ্যালয়ের রেজিষ্ট্রেশন করার পর কোন সনদ/নম্বরপত্র স্ব—স্ব কোর্সের ২য় বর্ষ সম্পন্ন হওয়ার পূর্বে প্রদান করা হবে না। যদি কোন কারণে উক্ত সময়ের মধ্যে সনদপত্র/নম্বরপত্র ফেরত বা উত্তোলন করতে হয়, তবে তাকে ২য় শিক্ষাবর্ষ পর্যন্ত সকল বকেয়া পরিশোধ পূর্বক অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে।
৯. কলেজ কতৃর্ক আয়োজিত সকল প্রকার পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক।
১০. সকল ছাত্র/ছাত্রীদের অবশ্যই মিডটার্ম ও টেস্ট পরীক্ষায় নির্দিষ্ট পরীক্ষার ফি জমা প্রদান পূর্বক প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এতে অহেতুক বিতর্ক করা বা বিতর্কের সৃষ্টি করা যাবে না।
১১. কলেজ কতৃর্ক নির্ধারিত ইউনিফর্ম ও আইডি কার্ড পরিধান করে পরিপাটি হয়ে সকলকে ক্লাসে উপস্থিত হতে হবে।
আদেশক্রমে কতৃর্পক্ষ
