Notice
২০২৩-২৪ শিক্ষাবর্ষের নির্বাচনী পরীক্ষা, জুলাই/২০২৫ এর বিজ্ঞপ্তি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস সম্পন্ন হওয়ার নোটিশ পবিত্র ঈদ উল-আজহা উপলক্ষ্যে ছুটির নোটিশ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে ছুটির নোটিশ মে’ দিবস (শ্রমিক দিবস) উপলক্ষ্যে ছুটির নোটিশ, ২০২৫ পহেল বৈশাখ উপলক্ষ্যে ছুটির বিজ্ঞপ্তি ক্লিনিক্যাল প্র্যাকটিস সংক্রান্ত বিজ্ঞপ্তি পবিত্র ঈদ উল-ফিতর উপলক্ষ্যে ছুটির নোটিশ অমর একুশে বইমেলা ভ্রমণ, ২০২৫ শব-ই-বরাত উপলক্ষ্যে ছুটির নোটিশ রিক্রিয়েশন ফি সম্পর্কিত বিজ্ঞপ্তি ছাত্র/ছাত্রীদের অনলাইনে বেতন পরিশোধ সংক্রান্ত বিজ্ঞপ্তি শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষ্যে ছুটির নোটিশ ক্লাসে ৭৫% হাজিরা সংক্রান্ত বিজ্ঞপ্তি BSc in Laboratory (2nd & 3rd Year) Test Examination Notice; December-2024 সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে ছুটির বিজ্ঞপ্তি পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষ্যে ছুটির বিজ্ঞপ্তি BSc in Health Technology Test Examination Routine September/2024 ব্যবহারিক খাতা ও অ্যাসাইনমেন্ট প্রস্তুতি বিষয়ক বিজ্ঞপ্তি রেজিষ্ট্রেশন সংক্রান্ত নোটিশ ক্লাস পরিসমাপ্তি ও মূল্যায়ন পরীক্ষা, সেপ্টেম্বর/২০২৪ পবিত্র আশুরা উপলক্ষ্যে ছুটির নোটিশ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত নোটিশ BSc in Laboratory Form Fillup Notice 2024 ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে নোটিশ

Apr 21, 2024

ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত নোটিশ

এতদ্বারা ট্রমা কলেজ অব হেলথ্ সাইন্স এর বি এস সি ইন হেলথ্ টেকনোলজি (ল্যাবরেটরি ও রেডিওলজি এন্ড ইমেজিং) কোর্সে অধ্যয়নরত ২০২২—২০২৩ইং শিক্ষাবর্ষে অধ্যয়নরত সকল ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবহারিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে সকল ছাত্র/ছাত্রীকে (রেডিওলজি এন্ড ইমেজিং ৪টি বিষয় এবং ল্যাবরেটরি ৩টি বিষয়) ব্যবহারিক খাতা প্রস্তুত করিতে হইবে। ব্যবহারিক খাতা তৈরির নিয়মাবলী এবং বিষয়সমূহ প্রতিটি বিষয়ের টিউটোরিয়াল শিক্ষকগণ অনতিবিলম্বে প্রদান করিবেন। সকল ছাত্র/ছাত্রীদেরকে যথাসময়ে ব্যবহারিক খাতা তৈরির জন্য নির্দেশ প্রদান করা হইলো।

মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মান বন্ঠন:—

  • মোট নাম্বার : ৫০ / ১০০
  • মৌখিক পরীক্ষার নম্বর : ৩০ / ৬০
  • ব্যবহারিক খাতার নম্বর : ১০ / ২০
  • স্পট : ১০ / ২০