এতদ্বারা ট্রমা কলেজ অব হেলথ্ সাইন্স এর বি এস সি ইন হেলথ্ টেকনোলজি (ল্যাবরেটরি ও রেডিওলজি এন্ড ইমেজিং) কোর্সে অধ্যয়নরত ২০২২—২০২৩ইং শিক্ষাবর্ষে অধ্যয়নরত সকল ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবহারিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে সকল ছাত্র/ছাত্রীকে (রেডিওলজি এন্ড ইমেজিং ৪টি বিষয় এবং ল্যাবরেটরি ৩টি বিষয়) ব্যবহারিক খাতা প্রস্তুত করিতে হইবে। ব্যবহারিক খাতা তৈরির নিয়মাবলী এবং বিষয়সমূহ প্রতিটি বিষয়ের টিউটোরিয়াল শিক্ষকগণ অনতিবিলম্বে প্রদান করিবেন। সকল ছাত্র/ছাত্রীদেরকে যথাসময়ে ব্যবহারিক খাতা তৈরির জন্য নির্দেশ প্রদান করা হইলো।
মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মান বন্ঠন:—
- মোট নাম্বার : ৫০ / ১০০
- মৌখিক পরীক্ষার নম্বর : ৩০ / ৬০
- ব্যবহারিক খাতার নম্বর : ১০ / ২০
- স্পট : ১০ / ২০
Other Post
-
(8)
-
(2)
-
(2)
-
(4)
-
(6)
-
(12)
-
(10)